ঢাকা, মঙ্গলবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতের দাবি

পাকিস্তানের ছোড়া চীনা ক্ষেপণাস্ত্র ব্যর্থ, তুর্কি ড্রোন ভূপাতিত

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩১, মে ১২, ২০২৫
পাকিস্তানের ছোড়া চীনা ক্ষেপণাস্ত্র ব্যর্থ, তুর্কি ড্রোন ভূপাতিত এয়ার মার্শাল এ কে ভারতী

পাকিস্তানের ছোড়া চীনা ক্ষেপণাস্ত্র ভারতে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারেনি। সোমবার অপারেশন সিঁদুর নিয়ে ভারতীয় সশস্ত্র বাহিনী এক সংবাদ সম্মেলনে এমনটি দাবি করে।

সংবাদ সম্মেলনে বিমান বাহিনীর মহাপরিচালক এয়ার মার্শাল এ কে ভারতী বলেন, আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেশের জন্য প্রাচীরের মতো দাঁড়িয়ে ছিল এবং শত্রুর পক্ষের জন্য এটি ভেদ করা অসম্ভব ছিল।

তিনি দাবি করেন, ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাকিস্তানের ছোড়া ড্রোন ভূপাতিত করেছে। সংবাদ সম্মেলনে তিনি কিছু ছবি দেখিয়ে দাবি করেন, হামলায় পাকিস্তান চীনের তৈরি ক্ষেপণাস্ত্র পিএল-১৫ ব্যবহার করেছিল।

এ কে ভারতী বলেন, ভারতের ওপর ‘পিএল-১৫’ ক্ষেপণাস্ত্রটি হামলা চালাতে ব্যবহার করা হলেও তা লক্ষ্যবস্তুতে হামলা চালাতে ব্যর্থ হয়েছে।

পাকিস্তানি কর্তৃপক্ষ তাদের অভিযানে চীনা জি-১০ বিমান ব্যবহারের বিষয়টি নিশ্চিত করেছে। রোববার পাকিস্তানি সামরিক বাহিনীর মুখপাত্র বলেন, ভারতের সামরিক স্থাপনাগুলিতে ক্ষেপণাস্ত্র হামলা সফল হয়েছে। পাকিস্তানের দাবি, তারা ভারতের পাঁচটি ভূপাতিত করেছে।  

এসব নিয়ে জানতে চাইলে ভারতের বিমান বাহিনী প্রধান এ কে ভারতী বলেন, আমাদের লড়াই ছিল সন্ত্রাসবাদ এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে। দুর্ভাগ্যবশত পাকিস্তানি সেনাবাহিনী সন্ত্রাসীদের সমর্থন করাকে উপযুক্ত মনে করেছে এবং এই লড়াইকে নিজের করে নিয়েছে। এ কারণে আমরা প্রতিক্রিয়া জানিয়েছি।

পাকিস্তান থেকে ছোড়া তুর্কি ড্রোনগুলোও ভূপাতিত করার দাবি করেন এ কে ভারতী।

আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।