ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

‘ইসরায়েলের প্রকৃত বন্ধু’ বলে ট্রাম্পকে ধন্যবাদ নেতানিয়াহুর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:০৭, জুন ১৯, ২০২৫
‘ইসরায়েলের প্রকৃত বন্ধু’ বলে ট্রাম্পকে ধন্যবাদ নেতানিয়াহুর বেনিয়ামিন নেতানিয়াহু ও ডোনাল্ড ট্রাম্প

ইরানজুড়ে চলমান তীব্র বিমান হামলার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।  

বুধবার রাতে এক টেলিভিশন বিবৃতিতে তিনি বলেন, আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানাই।

তিনি ইসরায়েলের প্রকৃত বন্ধু। আমাদের পাশে থাকার জন্য এবং ইসরায়েলের আকাশ প্রতিরক্ষায় যুক্তরাষ্ট্রের সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ।  

নেতানিয়াহুর এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের মধ্যে টানটান উত্তেজনা চলছে। এরইমধ্যে ইসরায়েল ইরানের বিভিন্ন সামরিক ও পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালিয়েছে, পাল্টা হামলা হয়েছে তেহরান থেকেও।

এর আগে ট্রাম্প সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, যুক্তরাষ্ট্র এই সংঘাতে জড়াতে পারে, আবার না-ও পারে। বিশ্লেষকদের মতে, এই সংঘাতে ট্রাম্পের ভূমিকা নিরপেক্ষ নয়।  

এরইমধ্যে ইরান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের দাবি জানিয়েছে। রাশিয়া, চীন, পাকিস্তান ও আলজেরিয়া তাতে সমর্থন দিয়েছে।

আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।