ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ভিয়েতনামে পর্যটকবাহী নৌকাডুবিতে ৩৪ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:০৭, জুলাই ২০, ২০২৫
ভিয়েতনামে পর্যটকবাহী নৌকাডুবিতে ৩৪ জনের মৃত্যু ছবি: সংগৃহীত

ভিয়েতনামের জনপ্রিয় পর্যটন কেন্দ্র হা লং বেতে পর্যটকবাহী একটি নৌকাডুবিতে কমপক্ষে ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।

শনিবার (১৯ জুলাই) ভিয়েতনামে বৈরী আবহাওয়ার কারণে একটি পর্যটকবাহী নৌকা উল্টে এ দুর্ঘটনা ঘটে।

বিবিসির খবরে বলা হয়েছে, নৌকাটির বেশিরভাগ যাত্রীই রাজধানী হ্যানয় থেকে আসা ভিয়েতনামি পরিবারের বলে জানা গেছে।  

উদ্ধারকারীরা জানিয়েছেন, টানা ভারী বৃষ্টিতে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। তবে এখন পর্যন্ত ১১ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

ভিয়েতনামের বর্ডার গার্ড এবং নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ওয়ান্ডার সিজ’ নামের নৌকাটিতে ৫৩ জন যাত্রী ছিলেন, যা হঠাৎ ঝড়ের কবলে পড়ে উল্টে যায়।

একজন প্রত্যক্ষদর্শী আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন, শনিবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে আকাশ অন্ধকার হয়ে আসে। এ সময় শিলাবৃষ্টি হচ্ছিল। সঙ্গে ছিল মুষলধারে বৃষ্টি ও বজ্রঝড়।

ভিয়েতনামের স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, উল্টে যাওয়া নৌকায় ভেতরে আটকে পড়া ১০ বছর বয়সী ছেলেকে উদ্ধার করা হয়েছে।

ভিয়েতনাম নেটকে দেওয়া সাক্ষাৎকারে ছেলেটি জানান, তার বাবা-মায়ের সঙ্গে সে ভ্রমণ করছিল। আমি সাহায্যের জন্য চিৎকারও করেছিলাম। পরে একটি নৌকা এসে আমাকে উদ্ধার করে।

ভিএনএক্সপ্রেসকে একজন কর্মকর্তা জানিয়েছেন, উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে রয়েছে অন্তত আটজনই শিশু। নিখোঁজদের উদ্ধার অভিযান চলবে।

ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ তদন্ত করবে এবং কোনো নিয়ম লঙ্ঘন হলে কঠোর ব্যবস্থা নেবে।

কোয়াং নিন প্রদেশের হা লং বে শত শত ছোট ছোট দ্বীপপুঞ্জ দ্বারা বেষ্টিত। এটি একটি ইউনেসকো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। ২০১৯ সালে প্রায় ৪০ লাখ পর্যটক এই স্থানটিতে ঘুরতে যান।

আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।