ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তান শাসিত কাশ্মীরে মিনিবাস দুর্ঘটনা: নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, জুলাই ৩, ২০১০
পাকিস্তান শাসিত কাশ্মীরে মিনিবাস দুর্ঘটনা: নিহত ১৪

মুজাফরাবাদ: পাকিস্তান শাসিত কাশ্মীরে মিনিবাস দুর্ঘটনায় আজ শনিবার ১৪ জন নিহত ও আরও চারজন আহত হয়েছেন। বাসটি একটি গভীর খাদে পড়ে গিয়ে এ হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছেন এক কর্মকর্তা।



মুজাফরাবাদ থেকে ২৫ কিলোমিটার উত্তরে নিলাম উপত্যকার পাহাড়ী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে বলে অঞ্চলেটির প্রশাসক চৌধুরী ইমতিয়াজ জানান। তিনি বলেন, “এ দুর্ঘটনায় ১৪ জন নিহত ও চারজন আহত হয়েছেন। ”

উল্লেখ্য, বিশ্বের সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনাপ্রবণ দেশগুলির মধ্যে একটি পাকিস্তান। এর জন্য রাস্তার বেহাল দশা, যানবাহনের অব্যবস্থাপনা এবং বেপরোয়া গাড়ি চালানোকেই দায়ী করা হয়।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৯১৫ ঘণ্টা, জুলাই ৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।