ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মিশরে বিক্ষোভকারীদের উদ্দেশে সু চি

আমরা সবাই আপনাদের সঙ্গে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১১
আমরা সবাই আপনাদের সঙ্গে

লন্ডন: মিশরের কায়রোর রাস্তায় অবস্থান নেওয়া সরকার বিরোধী বিক্ষোভকারীদের উদ্দেশে মিয়ানমারের গণতন্ত্রের প্রতীক অং সান সু চি বলেছেন ‘আমরা সবাই আপনাদের সঙ্গে। ’ মঙ্গলবার বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস রেডিওকে দেওয়া সরাসরি এক প্রশ্নোত্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।



শান্তিতে নোবেলজয়ী এই নেত্রী কয়েক দশক ধরে মিয়ানমারের সামরিক শাসনের বিরুদ্ধে লড়াই করে আসছেন। তিনি বলেন মিশরের এই পরিস্থিতি এবং বিক্ষোভকারীদের মনোবলের কারণে এ বিষয়ে ‘আগ্রহী হয়ে উঠেছেন। ’

মিশর থেকে একজন শ্রোতা বলেন দেশের এই ক্রান্তিকালে তিনি ভীষণ আতংকে সময় পার করছেন । তিনি সু চির উপদেশ চাইলে সু চি বলেন, ‘এ সময়ে মাথা ঠান্ডা এবং মনোবল ধরে রাখা খুবই গুরুত্বপূর্ণ। কখনই হতাশ হওয়া যাবে না। এছাড়া আপনাকে জানাতে চাই, আমরা এবং সারা বিশ্বের লোক যারা স্বাধীনতা চায় সবাই আপনার পাশে আছে। ’

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।