ইউক্রেন যুদ্ধ বন্ধ না করলে রাশিয়া আরও উচ্চ হারে কর, শুল্ক ও নিষেধাজ্ঞার মুখোমুখি হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার (২২ জানুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এ হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
ইউক্রেনের ওপর রাশিয়ার আগ্রাসনকে ‘উদ্ভট যুদ্ধ’ আখ্যা দিয়ে ভ্লাদিমির পুতিনকে যুদ্ধ বন্ধ করতে সরাসরি হুমকি দেন ট্রাম্প।
ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘এটা (ইউক্রেন যুদ্ধ) শুধু আরও খারাপ হচ্ছে। যদি আমরা একটি চুক্তি করতে না পারি এবং দ্রুতই তাহলে যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশে রাশিয়া যদি কোনো কিছু বিক্রি করে চলে তার ওপর উচ্চ হারে কর, শুল্ক আরোপ এবং নিষেধাজ্ঞা দেওয়া ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না। ’
ট্রাম্প আরও লিখেছেন, ‘এখনই একটি চুক্তি করার সময়। আর কোনো প্রাণ হারানো উচিত হবে না। ’
হুমকি দিলেও পোস্টের শুরুতে রাশিয়ার জনগণের প্রতি ‘ভালোবাসা’ব্যক্ত করেন নতুন মার্কিন প্রেসিডেন্ট এবং পুতিনের সঙ্গে তার ‘ভালো সম্পর্ক’ রয়েছে বলে দাবিও করেন।
ট্রাম্পের এই হুমকির পর সঙ্গে সঙ্গেই প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া।
জাতিসংঘে রাশিয়ার উপ-রাষ্ট্রদূত দিমিত্রি পলিয়ানস্কি বলেছেন, ক্রেমলিনের জানা দরকার যুদ্ধ অবসানের চুক্তিতে ট্রাম্প কী কী চান। তারপরই রাশিয়া চুক্তির পথে এগোবে।
বার্তা সংস্থা রয়টার্সকে পলিয়ানস্কি বলেন, এটি শুধু যুদ্ধ অবসানের বিষয় নয়। প্রথমে এবং সর্বাগ্রে ইউক্রেন সংকটের মূল কারণের দিকে নজর দেওয়ার বিষয় এটি। আমাদেরকে দেখতে হবে ডোনাল্ড ট্রাম্পের বিচারবুদ্ধিতে এই চুক্তির মানে কী।
২০১৪ সালে নিজেদের ভূখণ্ডের সঙ্গে ইউক্রেনের একটি অংশজুড়ে নেয় রাশিয়া। ২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রায় আগ্রাসন শুরু করে রাশিয়া।
বাংলাদেশ সময়: ০২৩০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৫
এসএএইচ