ঢাকা, রবিবার, ১১ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সকালের হামলায় মিশরের প্রধানমন্ত্রীর ক্ষমা প্রার্থনা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১১
সকালের হামলায় মিশরের প্রধানমন্ত্রীর ক্ষমা প্রার্থনা

কায়রো: মিশরের প্রধানমন্ত্রী আহমেদ শফিক রাজধানী কায়রোর তাহরির স্কয়ারে সরকারপন্থী ও বিক্ষোভকারীদের মধ্যকার সংঘর্ষের ঘটনায় ক্ষমা চেয়েছেন। খবর বিবিসির।



বৃহস্পতিবার সকালে বিক্ষোভকারীদের ওপর গুলি চালালে পাঁচজন নিহত ও কয়েকশ লোক আহত হয়।

ভোর হওয়ার আগেই এ গুলি শুরুর পর তা দুই ঘণ্টা স্থায়ী হয়। তবে বিক্ষোভকারীরা পদত্যাগের দাবিতেই অনড় রয়েছেন। তাদের দাবি, ৩০ বছর ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট হোসনি মোবারককে পদত্যাগ করতে হবে।

প্রধানমন্ত্রীর ক্ষমা চাওয়ার আগে আহমেদ সামিহ ফরিদ বলেন, এ সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে। বুধবার শুরু হওয়া এ সংঘর্ষে ৮৩৬ আহত হয়েছে বলেও তিনি জানান। এদের বেশিরভাগই পাথর, লোহার রড ছোড়াছুড়ির সময় মারা গেছেন।

বেসরকারি টেলিভিশন আল-হায়াতকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শফিক বলেন, ‘এটা মারাত্মক ভুল। এ অপরাধের পেছনে কে রয়েছে, কে এর উস্কানি দিল তা তদন্ত করা হবে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, যারা এর পেছনে রয়েছে তাদের জবাবদিহিতার মুখোমুখি করা ও শাস্তি দেওয়া হবে। ’

তিনি বলেন, ‘কোনো কারণ ছাড়াই শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর হামলা চালানো হয়েছে। আর আমি এ কারণে ক্ষমা চাচ্ছি। ’

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।