ঢাকা, শনিবার, ১১ আশ্বিন ১৪৩২, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

মাত্র চারদিনে মোদীর ‘লাইক’ ১১ লাখ!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১০, জুন ১, ২০১৪
মাত্র চারদিনে মোদীর ‘লাইক’ ১১ লাখ! ছবি: সংগৃহীত

ঢাকা: শুধু ভোটের ময়দানে নয় সামাজিক যোগাযোগ সাইটেও সমান জনপ্রিয় ভারতের নয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী পদে আসীন হওয়ার মাত্র চারদিনের মাথায় মোদীর অফিসিয়াল ফেসবুক পেইজে লাইক পড়েছে ১১ লক্ষের বেশি! এ সংখ্যা অতি দ্রুত বাড়ছে।



ফেসবুকের কাভার ফটোতে ৬৩ বছর বয়সী মোদীকে তার অফিসে কর্মরত অবস্থায় দেখা যায়। খবর এনডিটিভি।

ফেসবুকের অ্যাকাউন্টে মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর যেসব বিখ্যাত লোক তাকে অভিবাদন জানিয়েছেন তাদের ছবিও পোস্ট করা আছে।

ছবি ছাড়াও মোদী ‘ওয়ার্ল্ড নো টোব্যাকো ডে’ উপলক্ষে সবাইকে ম্যাসেজ পাঠিয়েছেন। ম্যাসেজে লাইক পেড়েছে কয়েক হাজার। কমেন্ট শত শত।

এছাড়া টুইটারেও সমান জনপ্রিয় মোদী। সেখানে তার ফলোয়ার ১৪ লাখের বেশি।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, জুন ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।