ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

১৫ মিনিটে ফোন চার্জ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৪
১৫ মিনিটে ফোন চার্জ

ফোন চার্জ দিয়ে ঘণ্টার পর ঘণ্টা কাজকর্ম বাদ দিয়ে অপেক্ষার দিন শেষ। চার্জের জন্য লাগবে না বিদ্যুতের সকেটও।

গবেষকরা বিশ্বের সবচেয়ে দ্রুতগতির এমন এক ধরনের বাহ্যিক ফোন চার্জার আবিষ্কার করেছেন যার মাধ্যমে ১৫ মিনিটে ফোন পূর্ণ চার্জ হয়ে যাবে।

দরকার শুধু একটি নির্দিষ্ট ব্যান্ডের ব্যাটারি। অ্যাশটন ইউনির্ভার্সিটির স্নাতক লেই পারনেল উদ্ভাবিত নতুন এই ব্যাটারির নাম পেটালাইট ফ্লাক্স ব্যাটারি।

ডিভাইসটি এতো ছোট যে আপনি সেটি পকেট কিংবা ব্যাগেও রাখতে পারবেন। যখন ফোন চার্জের প্রয়োজন ফ্লাক্স ব্যাটারি ফোনের সঙ্গে কানেক্ট করুন আর ১৫ মিনিট ফুল চার্জের জন্য ধৈর্য্য ধরুন।

খুব শিগগিরই ইনডিগোগো ক্রাউডফান্ডিং ওয়েবসাইটে ফ্লাক্স ব্যাটারি যাত্রা শুরু করবে। খবর এনডিটিভি।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।