ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫৮৯

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪২ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৪
চীনে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫৮৯

ঢাকা: চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত ৯ জন নিঁখোজের খবর জানা গেছে।



বুধবার স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।

এদিকে, ভারী বৃষ্টি ও ভূমিধসের কারণে উদ্ধার তৎপরতা ব্যহত হচ্ছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম। ভূমিকম্পে ক্ষতিগ্রস্থদের সাহায্যে প্রায় ৩৬ মিলিয়ন ডলার অনুদান দেওয়া হয়েছে।

চীনের সংবাদমাধ্যম সিনহুয়া জানায়, রোববার বিকেলে চীনের ইউনান প্রদেশে ৬ দশমিক ৫ মাত্রার এ ভূমিকম্প আঘাত হানে। এতে আহত হন আরও অন্তত প্রায় আড়াই হাজার মানুষ।

ভূমিকম্পে প্রায় ৮০ হাজার ঘর পুরোপুরি ধ্বংস এবং এক লাখ ২৪ হাজার বসতি ক্ষতিগ্রস্ত হয়। আর বাস্তুচ্যুত হন প্রায় ২ লাখ ৩০ হাজার মানুষ।

দ্যা সাউথ চায়না মর্নিং পোস্ট জানায়, ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লুধিয়ান এলাকায়। সেখানেই হতাহত ও ক্ষতির পরিমাণ বেশি। গত ১৪ বছরের মধ্যে এটিই সবচেয়ে বড় ভূমিকম্প।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।