ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জম্মু সীমান্তে সংঘর্ষে দুই পাকিস্তানি নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৪
জম্মু সীমান্তে সংঘর্ষে দুই পাকিস্তানি নিহত

ঢাকা: জম্মুতে ভারত-পাকিস্তান নিয়ন্ত্রণ রেখায় উভয় দেশের সেনাদের গোলাগুলিতে নিহত হয়েছেন দুই পাকিস্তানি। এছাড়া ভারতীয় দুই বিএসএফ জওয়ান সহ আহত হয়েছেন আরও পাঁচজন।

সোমবার ভোর চারটার দিকে এ সংঘর্ষ শুরু হয়।

পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ভারতের অতর্কিত গোলাবর্ষণে দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন নারীসহ তিনজন।

অপরদিকে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ভোরে আকস্মিক হামলা চালায় পাকিস্তানি সেনারা। তাদের হামলায় ভারতীয় দুই বিএসএফ সদস্য আহত হয়েছেন।

নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন আরএসপুরা এলাকায় বিএসএফ’র জোহরা পোস্ট, নোয়া পিন্ড, যোগনা চক এবং টেন্ট পোস্টের অবস্থান লক্ষ্য মর্টার ছোঁড়ে পাকিস্তানি সেনারা।

সংঘর্ষ এখনও চলছে বলে জানিয়েছে উভয় দেশের সংবাদমাধ্যম।
 
বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।