ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বহিষ্কৃত হওয়ায় নারী সহকর্মীর শিরশ্ছেদ!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৪
বহিষ্কৃত হওয়ায় নারী সহকর্মীর শিরশ্ছেদ! এলটন নোলেন

ঢাকা: চাকরি থেকে বহিষ্কৃত হওয়ার পর নারী সহকর্মীর শিরশ্ছেদ করেছেন এলটন নোলেন (৩০) নামে এক ব্যক্তি। এ ঘটনায় আহত হয়েছেন আরেক নারী সহকর্মী।



বৃহস্পতিবার বিকেলে ওকলাহোমার ম্যুরে ভন ফুডস ডিস্ট্রিবিউশন প্লান্টে এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম কোলেন হাফোর্ড (৫৪) ও আহত নারীর নাম ট্রাসি জনসন (৪৩)।

নোলেনকে থামাতে কাছাকাছি দূরত্বে অবস্থিত এক পুলিশ কর্মকর্তা গুলি করেন। এতে তিনি আহত হন।

এদিকে, ঘটনার পর এলটন নোলেনের জীবনের পূর্ব ইতিহাস নিয়ে তদন্ত শুরু করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই।

জানা যায়, ভন ফুডস ডিস্ট্রিবিউশন প্লান্টে কাজ করতেন নোলেন। ঘটনার কিছুক্ষণ আগে তাকে চাকরি থেকে বহিষ্ক‍ার করা হয়। তবে কেন তাকে বহিষ্কার করা হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি।

পুলিশ কর্মকতা জেরিমি লিউস বলেন, নোলেন বেশ রাগান্বিত ছিলেন। ঘটনার পর তিনি দ্রুত গাড়ি নিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন।

আহত নোলেন ও ট্রাসি জনসনকে হাপসাতালে পাঠানো হয়েছে। তবে ঘটনার বিষয়ে নোলেনের বিরুদ্ধে ভিন্ন অভিযোগ করেছেন সহকর্মীরা।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।