ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আইএস বিরোধী জোটে বেলজিয়াম-ডেনমার্ক-ব্রিটেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৪
আইএস বিরোধী জোটে বেলজিয়াম-ডেনমার্ক-ব্রিটেন ছবি: সংগৃহীত

ঢাকা: দ্য ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড সিরিয়া (আইএসআইএস/আইএস) জঙ্গি দমনে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের হামলায় বেলজিয়াম, ডেনমার্ক ও ব্রিটেন যোগ দিতে সম্মত হয়েছে।

এ জন্য এ সব দেশ আইএস দমনে তাদের সামরিক প্লেন পাঠাবে বলে জানিয়েছে।



দুই সপ্তাহ আগে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আইএস বিরোধী সামরিক জোট গঠনের আহ্বান জানালে ৫০টি দেশ এতে যোগ দিতে সম্মত হয়।

ইতোমধ্যে, মার্কিনি সামরিক জেট ছাড়াও ফ্রান্স ও সংযুক্ত আরব আমিরাতের সামরিক জেট আইএস জঙ্গিদের ওপর হামলা চালিয়েছে। আর এখন বেলজিয়াম, ডেনমার্ক ও ব্রিটেন তাদের সামরিক জেট পাঠাতে রাজি হলো।

জোটের এই সদস্যদের ফাইটার জেট ইরাকে সরকারি বাহিনীর সমর্থনে আইএস জঙ্গিদের ওপর আকাশ পথে বোমা হামলা চালাবে।

শুক্রবার ব্রিটিশ পার্লামেন্ট আইএস জঙ্গিদের ওপর সামরিক হামলার বিষয়ে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে ক্ষমতা দেয়। এরপরই ব্রিটেন আইএস জঙ্গিদের ওপর বোমা হামলার জন্য ফাইটার প্লেন পাঠাতে রাজি হলো।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।