ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দেশ পরিচ্ছন্ন করতে ঝাড়ু হাতে নামলেন মোদী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৪
দেশ পরিচ্ছন্ন করতে ঝাড়ু হাতে নামলেন মোদী ছবি: সংগৃহীত

ঢাকা: পুরো ভারতকে পরিচ্ছন্ন রাষ্ট্র গড়ার স্বপ্নে ‘স্বচ্ছ ভারত অভিযান’ বা ‘ক্লিন ইন্ডিয়া ক্যাম্পেইন’ শুরু করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বৃহস্পতিবার সকালে নয়াদিল্লির ইন্ডিয়া গেটে ঘনিষ্ঠ মন্ত্রী, সরকারি কর্মকর্তা ও  তারকা ব্যক্তিত্বদের নিয়ে ঝাড়ু হাতে এ অভিযানে নামেন তিনি।

এসময় মোদীর সঙ্গে যোগ দেন কয়েক হাজার স্কুল-কলেজ শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

২ অক্টোবর ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীতে শুরু হওয়া পাঁচ বছরব্যাপী এই অভিযানে অন্তত দুই লাখ কোটি রুপি খরচ হবে বলে মনে করছেন কর্মকর্তারা।

মোদীর সঙ্গে সঙ্গে দেশজুড়ে ৩০ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী এ পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।

অপরদিকে ইন্ডিয়া গেটে মোদীর সঙ্গে অভিযানে অংশ নেন কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার, কংগ্রেসম্যান শশী থারুর, খ্যাতিমান অভিনেতা কামাল হাসান, আমির খান, সালমান খান ও অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া প্রমুখ

রাস্তায় ঝাড়ু দেওয়া শুরু করার আগে দেওয়া ভাষণে মোদী বলেন, যিনি আমাদের ‘শান্ত ভারত, পরিচ্ছন্ন ভারতের’ স্বপ্ন দেখাতেন- এই অভিযান জন্মদিনে সেই মহাত্মা গান্ধীর স্মৃতির প্রতি সবচেয়ে বড় শ্রদ্ধাজ্ঞাপন।

বিভিন্ন স্থানে অন্য মন্ত্রী ও কর্মকর্তাদের পাশাপাশি প্রধানমন্ত্রীর বাসভবনের পাশে ঝাড়ু হাতে রাস্তা পরিচ্ছন্ন করতে দেখা যায় আম আদমি পার্টির (এএপি) প্রধান ও দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে।

পরিচ্ছন্নতা অভিযান শুরুর আগে, রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী মোদী।

প্রথমবারের মতো মহাত্মা গান্ধীর জন্মদিনে সরকারি ছুটি বাতিল করে এ অভিযান শুরু করা হলেও সমালোচকরা জুড়ে দিয়েছেন অন্য গল্প।

অবশ্য, অনেক সমালোচনার পরও গত ২৬ সেপ্টেম্বর থেকে অনানুষ্ঠানিকভাবে ক্লিন ইন্ডিয়া ক্যাম্পেইন যাত্রা করে।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।