ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাটনায় দশমীতে পদপৃষ্ট হয়ে নিহত ৩৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৪
পাটনায় দশমীতে পদপৃষ্ট হয়ে নিহত ৩৩ ছবি: সংগৃহীত

ঢাকা: বিহারের পাটনার গান্ধী ময়দানের কাছে শারদীয় দুর্গোৎসবের দশমী উদযাপনের পর পদদলিত হয়ে ৩৩ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে বেশিরভাগই নারী ও শিশু রয়েছেন।



শুক্রবার সন্ধ্যায় পাটনার গান্ধী ময়দানের বাইরে রামগোলাম চকের নিকটে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, নিহতদের মধ্যে ২৫জন নারী ও ৫ শিশু রয়েছেন। পদপৃষ্ট হয়ে আহতও হয়েছেন কমপক্ষে ১৫ পূণ্যার্থী। তাদের উদ্ধার করে পাটনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুইজন বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে এমন গুজব ছড়িয়ে পড়লে পূন্যার্থীরা আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। নিরাপদে আশ্রয় নিতে পূন্যার্থীরা গান্ধী ময়দানের দক্ষিণ পূর্ব দিকের অন্ধকার সরু গলির দিকে ছুটতে থাকেন। এসময় এ দুর্ঘটনা ঘটে।

তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করতে পারেন নি।
 
বিহারের স্বরাষ্ট্র সচিব আমির সুবাহানি বলেন, আহতের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে স্থানীয় পুলিশের দায়িত্বে অবহেলার কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটেছে বলে  অভিযোগ করেছেন ভোক্তভোগীরা।

বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৪, আপডেট: ০৯১২ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৪



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।