ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ইরাকে গাড়িবোমা হামলায় নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫০ ঘণ্টা, জুলাই ২২, ২০১০
ইরাকে গাড়িবোমা হামলায় নিহত ৩০

বাকুবা: বাগদাদের উত্তরাঞ্চলে শিয়া অধ্যুষিত বাকুবা শহরে মসজিদের কাছে গাড়িবোমা হামলার ঘটনায় ৩০ জন নিহত ও ৪৬ আহত হয়েছে। বুধবার নিরাপত্তা কর্মীরা এ তথ্য জানিয়েছেন।



বাকুবা অপারেশন্স কমান্ডের একজন কর্মকর্তা জানান, শিয়া মসজিদের কাছে গাড়িবোমার বিস্ফোরণটি ঘটে। এ ঘটনার পর ওই অঞ্চলে কারফিউ জারি করা হয়েছে।

দিয়ালা প্রদেশের রাজধানী বাকুবা অঞ্চলে মিশ্র জনগোষ্ঠীর বসবাস। ওই অঞ্চলটা আল কায়েদা জঙ্গীদের হামলার লক্ষ্যস্থলে পরিণত হয়েছে।  

পুলিশ জানায়, গত সোমবার একই শহরে একটি কফির দোকানে গাড়িবোমা হামলার ঘটনায় সাত জন নিহত ও ২১ জন আহত হয়েছে। এছাড়া মঙ্গলবার আরেকটি গাড়িবোমা হামলার ঘটনায় ছয় জন ইরানের ও দুই জন ইরাকের নাগিরক আহত হয়।

ইরাকে সাধারণ নির্বাচনের চার মাস পার হয়ে গেলেও এখনো কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে প্রধানমন্ত্রী নির্বাচন নিয়ে দেশটিতে এখনো দ্বন্দ্ব চলছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১০২৭ ঘণ্টা, জুলাই ২২, ২০১০


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।