ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইসলামাবাদ বিক্ষোভের ইতি টানলেন ক্বাদরি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৪
ইসলামাবাদ বিক্ষোভের ইতি টানলেন ক্বাদরি

ঢাকা: দীর্ঘ দুই মাস সরকার পতনের ডাকে বিক্ষোভ করে অবশেষে ইসলামাবাদ থেকে পিছু হটলেন পাকিস্তানের বিতর্কিত আধ্যাত্মিক নেতা ও আওয়ামী তেহরিকের (পিএটি) প্রধান তাহির উল ক্বাদরি। তবে আগামী ২৫ ডিসেম্বর থেকে করাচিতে আবারও সরকারবিরোধী বিক্ষোভ শুরু করবেন বলে জানিয়েছেন তিনি।



মঙ্গলবার বিক্ষোভের সমাপনী ভাষণে তিনি নেতাকর্মীদের তল্পিতল্পাসহ বাড়ি ফিরে যাওয়ার নির্দেশ দেন।

ভাষণে ক্বাদরি বলেন, আগামী বৈপ্লবিক বিক্ষোভ কর্মসূচি করাচিতে অনুষ্ঠিত হবে। সেখান থেকে পুরো দেশের প্রধান শহরগুলোতেও অবস্থান কর্মসূচি পালন করবে পিএটি।

তার ভাষণেল পর ক্বাদরি ও তার সমর্থকরা অবস্থানস্থল ত্যাগ করেন।

বিতর্কিত এ আধ্যাত্মিক নেতার নেতৃত্বাধীন পিএটি ও ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) গত ১৪ আগস্ট স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফসহ তার সরকারের পতনের দাবিতে বিক্ষোভে নামে। দীর্ঘ প্রায় দু’মাস পর ক্বাদরি বিক্ষোভের ইতি টানলেও ইমরান এখনও চালিয়ে যাচ্ছেন।

বিক্ষোভ চলাকালে সরকার ও বিক্ষোভকারীদের মধ্যে কয়েক দফা সংলাপ হয়। এর মধ্যে সেনা হস্তক্ষেপের ব্যাপারেও গুঞ্জন ওঠে। তবে শেষ পর্যন্ত বিক্ষোভকারীদের সংখ্যা কমতে থাকায় অবস্থান সংহত হতে থাকে সরকারের। ইমরান বিক্ষোভ চালিয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করলেও গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সরকারকে সহযোগিতার কথা জানিয়ে আসছে প্রভাবশালী সেনাবাহিনী, প্রধান বিরোধী দল পাকিস্তান পিপলস পার্টিসহ রাজনৈতিক দলগুলো।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।