ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

হরিয়ানার মুখ্যমন্ত্রী পদে বিজেপির মনোহরের শপথ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৪
হরিয়ানার মুখ্যমন্ত্রী পদে বিজেপির মনোহরের শপথ মনোহর লাল খাত্তার

ঢাকা: ভারতের হরিয়ানা প্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন মনোহর লাল খাত্তার। কেন্দ্রীয় কুরসিতে আসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা হিসেবে প্রথমবারের মতো এ পদে শপথ নিলেন তিনি।



রোববার সকালে চন্ডিগড় সংলগ্ন পাঞ্চকুলা শহরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ বিজেপি ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) নেতাদের উপস্থিতিতে মনোহরের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়।

এ সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে বিজেপির ৯ জন মন্ত্রীও শপথ গ্রহণ করেন। শপথ বাক্য পাঠ করান রাজ্যের গভর্নর কাপ্তান সিং সোলাঙ্কি।

শপথ অনুষ্ঠানে বিজেপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী নেতা রাজনাথ সিং, পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ, অমিত শাহ, লালকৃষ্ণ আদভানি প্রমুখ। তবে রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ভুপেন্দর সিং হুডা আমন্ত্রণ পেলেও অনুষ্ঠানে অংশ নেননি।

৬০ বছর বয়সী মনোহর বিজেপির ২০১৪ জাতীয় নির্বাচনের হরিয়ানা রাজ্য প্রচারণা কমিটির চেয়ারম্যান ছিলেন। ভারতীয় জনতা দলের হয়ে তিনিই প্রথম হরিয়ানার মুখ্যমন্ত্রিত্ব লাভ করলেন। তার নেতৃত্বেই হরিয়ানায় প্রথমবারের মতো সরকার গঠন করলো বিজেপি।

সম্প্রতি রাজ্যের বিধানসভা নির্বাচনে কর্নাল আসন থেকে জয়লাভ করেন মনোহর। আর তার দল ৯০টি আসনের মধ্যে ৪৭টি জিতে নিয়ে সরকার গঠনের সুযোগ লাভ করে।

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।