ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বারকিনা ফাসোতে জরুরি অবস্থা ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৩ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৪
বারকিনা ফাসোতে জরুরি অবস্থা ঘোষণা

ঢাকা: পশ্চিম আফ্রিকার দেশ বারকিনা ফাসোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট ব্লেইসি কমপায়োরি তার বিরুদ্ধে প্রচণ্ড বিক্ষোভের মুখে বৃহস্পতিবার (৩০ অক্টোবর’২০১৪) জরুরি অবস্থা জারি করা হয়।



তথ্য সূত্রমতে, ২৭ বছর ক্ষমতায় থাকার পর আবারও নির্বাচন করার বৈধতার জন্য সংবিধান সংশোধন করার উদ্যোগ নেন দেশটির প্রেসিডেন্ট ব্লেইসি কমপায়োরি। আর এতেই বিক্ষোভে ফেটে পড়ে তার বিরোধীরা। শুধু পার্লামেন্ট ভবনে নয়, রাজধানীর সিটি হল এবং ক্ষমতাসীন দলের সদরদপ্তরেও আগুন দিয়েছে বিক্ষোভকারীরা।

আগুন দেওয়ার ঘটনার আগে বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবনে হানা দেয়। সে সময় সেনা সদস্যরা তাদের ওপর গুলি চালায়। এরপরই বিক্ষুব্ধ জনতা তিনটি স্থানে আগুন ধরিয়ে দেয়।

প্রসঙ্গত, ১৯৮৭ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন কমপায়োরি। এর পর তার অধীনে চারটি নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সবগুলোতে তিনি জয় পেয়ে সরকার গঠন করেন। কমপায়োরির এ শাসনকে স্বৈরতান্ত্রিক আখ্যা দিয়ে তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করে আসছিল বিরোধী শিবির।

** বিক্ষোভে উত্তাল বার্কিনা ফাসো, পার্লামেন্টে আগুন

বাংলাদেশ সময়ঃ ২৩৫০ ঘণ্টা, ৩০ অক্টোবর, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।