ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় আশুরার জমায়েতে বোমা, নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৪
নাইজেরিয়ায় আশুরার জমায়েতে বোমা, নিহত ১১ ছবি: সংগৃহীত

ঢাকা: নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় ইউবে প্রদেশে আশুরা উপলক্ষ্যে শিয়া সম্প্রদায়ের একটি জমায়েত লক্ষ্য করে বোমা হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১১ জন।

সোমবার ইউবের পটিসকুম নগরীতে এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

আশুরা উপলক্ষ্যে শিয়া সম্প্রদায়ের লোকজন নগরীর সোহুয়ার কাসুয়া এলাকায় স্থানীয় আমিরের প্রাসাদ পরিদর্শন করে একটি ধর্মীয় স্থাপনার কাছে জড়ো হন। এ সময় ঘটে বিস্ফোরণ।
   
বিস্ফোরণের ধরণ সম্পর্কে জানা যায়নি। হামলার দায়ও কেউ স্বীকার করেনি। তবে ধারণা করা হচ্ছে নাইজেরিয়ার জঙ্গি সংগঠন বোকো হারাম এই হামলার জন্য দায়ী। নাইজেরিয়া ও যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই বোকো হারামকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে।

এর আগে বোকো হারাম দমনে ইউবে প্রদেশে জরুরি অবস্থা জারি করে নাইজেরীয় সরকার। সেখানে বোকো হারামের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালাচ্ছে দেশটির সামরিক বাহিনী।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।