ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কৃষ্ণাঙ্গ বালক হত্যায় পুলিশ নির্দোষ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৭ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৪
কৃষ্ণাঙ্গ বালক হত্যায় পুলিশ নির্দোষ ছবি: সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্রের মিসৌরি রাজ্যে কৃষ্ণাঙ্গ কিশোরকে গুলি করে হত্যার ঘটনায় গুলিবর্ষণকারী পুলিশ কর্মকর্তা নির্দোষ বলে জানিয়েছে দেশটির গ্র্যান্ড জুরি।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর জানায়।



সিদ্ধান্তের কথা জানিয়ে রাষ্ট্রীয় প্রসিকিউটর রবার্ট ম্যাককুলচ বলেন, ঘটনার সম্পূর্ণ পর্যালোচনা করে গ্র্যান্ড জুরি এ সিদ্ধান্ত নিয়েছে।

তবে গ্র্যান্ড জুরির এ সিদ্ধান্তে ‘ব্যাপক হতাশ’ হয়েছে ওই কৃষ্ণাঙ্গ বালকের পরিবার।

জুরির এ সিদ্ধান্তের পর ফারগুসনের সেন্ট লুইয়ের রাস্তায় বহু বিক্ষোভকারী জড়ো হতে দেখা গেছে।

গুলিবর্ষণকারী পুলিশ কর্মকর্তা উইলসনের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা হবে কিনা সে বিষয়ে কিছুদিন আগে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে গ্র্যান্ড জুরি এ সিদ্ধান্ত নেয়।

রায়ে গুলিবর্ষণকারী পুলিশ কর্মকর্তাকে ঘটনার জন্য দায়ী করা না হলে, সহিংসতা ও বিক্ষোভ ছড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কায় গত সপ্তাহে ওই রাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়। পুলিশকে সহায়তার জন্য রাজ্যের জাতীয় রক্ষীবাহিনীকেও নির্দেশ দেওয়া হয়।

গত ৯ আগস্ট স্থানীয় পুলিশ কর্মকর্তা ড্যারেন উইলসনের গুলিতে মাইকেল ব্রাউন নামে ১৮ বছর বয়সী এক কৃষ্ণাঙ্গ নিহত হন। এরপর থেকে এ ঘটনার প্রতিবাদে ফার্গুসনে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

বাংলাদেশ সময়: ০৯৩৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।