ঢাকা: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের (টিএমসি) কর্মীদের বিরুদ্ধে এক বিজেপিকর্মীকে নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে। এমনকি ওই বিজেপিকর্মীর বুকে সিগারেটের ছ্যাঁকা দিয়ে তৃণমূলের নাম (TMC) লেখারও অভিযোগ উঠেছে।
রাজ্যের মগরা শহরের বাঁশবেড়িয়া এলাকায় এই নির্মমতার শিকার হয়েছেন বাঁশবেড়িয়ার ২০ নং ওয়ার্ড বিজেপির সভাপতি বিষ্ণু চৌধুরী। আর এই ঘটনায় পুরো পশ্চিমবঙ্গে তোলপাড় শুরু হয়েছে। অবশ্য, এখন পর্যন্ত এ অভিযোগের প্রতিক্রিয়া জানায়নি রাজ্য তৃণমূল।
স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, গত ৩০ নভেম্বর কলকাতার ভিক্টোরিয়া হাউসের সামনে বিজেপির কেন্দ্রীয় সভাপতি অমিত শাহের জনসভায় যোগ দিয়েছিলেন বিষ্ণু।
বিজেপির অভিযোগ, ওই জনসভাকে ঘিরে উত্তেজনার জের ধরে গত ৪ ডিসেম্বর বাড়ির সামনে থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর স্থানীয় তৃণমূল কার্যালয়ে নিয়ে বিষ্ণুকে বেধড়ক মারধর করা হয়।
এমনকি বিজেপি ছাড়তে রাজি না হওয়ায় তার বুকে সিগারেটের ছ্যাঁকা দিয়ে টিএমসি লিখে দেওয়া হয় বলেও অভিযোগ করেছে বিজেপি।
কেবল এই ঘটনাই নয়, অমিত শাহের জনসভাকে ঘিরে সম্প্রতি বেশ কিছু বিচ্ছিন্ন রাজনৈতিক সহিংসতা ঘটেছে পশ্চিমবঙ্গে।
বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৪