ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

অ্যাসিড অ্যাটাকে হাসপাতালে ওবামা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৪
অ্যাসিড অ্যাটাকে হাসপাতালে ওবামা সংগৃহীত

গলায় খিচখিচ আর জ্বালা সইতে না পেরে অবশেষে হাসপাতালেই যেতে হলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকে। চিকিৎসকরা দেখেশুনে জানালেন, ‘অ্যাসিড রিফ্লাক্সের’ কারণেই এসব হচ্ছে।



ওবামার চিকিৎসক ক্যাপ্টেন রনি জ্যাকসন এক বিবৃতিতে বলেছেন, “প্রেসিডেন্টের গলার নরম টিস্যুগুলোতে অ্যাসিড রিফ্লাক্সের কারণে প্রদাহ সৃষ্টি হয়েছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ”

অ্যাসিড রিফ্লাক্স এক ধরণের শারীরিক অবস্থা যাতে পাকস্থলী থেকে খাদ্য উপকরণগুলো উল্টো দিকে গলা পর্যন্ত উঠে আসে। ফলে হৃদযন্ত্রে প্রজ্জ্বলন কিংবা গলার ভেতরটা জ্বলতে থাকে।  

ওবামা এখন ৫৩। চিকিৎসা দিতে তাকে ওয়াল্টার রিড হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার গলায় ফাইবার অপটিক পরীক্ষা হয়। তাতে অ্যাসিড রিফ্লাক্স ধরা পড়ে। পরে তার একটি সিটি স্ক্যান করারও সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।

জ্যাকসন জানান, শনিবার বিকেলে দিকে সিটি স্ক্যান সম্পন্ন হয়েছে, এবং তাতে অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি।

জ্যাকসন জানান, তিনিই প্রেসিডেন্টকে ওয়াল্টার রিডে গিয়ে পরীক্ষাগুলো করিয়ে নেওয়ার পরামর্শ দেন। তবে ঠিক কি কারণে এমন শারীরিক অসুস্থতার মধ্যে পড়লেন প্রেসিডেন্ট ওবামা তা জানাননি রনি জ্যাকসন।

অ্যাসিড রিফ্লাক্সের বেশ কয়েকটি কারণ দেখিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিন। এর অন্যতম হচ্ছে- ধূমপান, মদ্যপান কিংবা হিয়াটাল হার্নিয়া।   ওষুধ কিংবা অভ্যাসের কিছু পরিবর্তনের মধ্য দিয়েই অধিকাংশ রোগী সেরে ওঠেন। আর অনেকের অবশ্য মুক্তি পেতে দীর্ঘ সময় ওষুধ চালিয়ে যেতে হয়।  

গত জুনে ওবামার শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়। এতে জ্যাকসন তাকে সম্পূর্ণ সুস্থ বলেই জানিয়েছিলেন। এসময় তিনি ওবামাকে নিয়মিত শরীর চর্চা, স্বাস্থ্যকর খাবার গ্রহণ এবং ধূমপান থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছিলেন। একসময় প্রেসিডেন্ট ওবামা ধূমপায়ী ছিলেন।  

বাংলাদেশ সময় ১৪২১ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।