ঢাকা: তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন হাইতির প্রধানমন্ত্রী। সময়মতো নির্বাচন না হওয়ায় দেশটিতে সরকার বিরোধী আন্দোলন দানা বাঁধে।
পদত্যাগের ঘোষণাকালে টেলিভিশন ভাষণে প্রধানমন্ত্রী লরেন্ট লামোথে বলেন, দায়িত্ব পালনের পরিপূর্ণ তৃপ্তি নিয়ে আমি প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াচ্ছি।
আন্দোলনকারীরা প্রধানমন্ত্রী লামোথের সঙ্গে প্রেসিডেন্ট মাইকেল মারটেলিরও পদত্যাগ দাবি করছেন।
জানুয়ারিতে হাইতির পার্লামেন্টের মেয়াদ শেষ হচ্ছে। পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত মারটেলি ডিক্রির জারির মাধ্যমে দেশ শাসন করবেন।
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৪