ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বুথফেরত জরিপ

সংখ্যাগরিষ্ঠতার পথে আবে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৪
সংখ্যাগরিষ্ঠতার পথে আবে

ঢাকা: বুথফেরত জরিপে এগিয়ে আছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। সংসদীয় নির্বাচনে তিনি সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছেন এমন আভাস পাওয়া যাচ্ছে।



নির্দিষ্ট সময়ের দুই বছর আগে অর্থনৈতিক পুনর্গঠনের লক্ষ্যে সম্প্রতি পার্লামেন্ট ভেঙ্গে নির্বাচনের ডাক দেন আবে। ২০১২ সালে ক্ষমতায় বসে আবে প্রতিশ্রুতি অনুযায়ী অর্থনীতিকে চাঙ্গা করতে পারেননি। বরং তার আমলে বিশ্ব অর্থনীতিতে জাপান ‌আরো পিছিয়ে যায়। এমনকি চলতি বছরের দ্বিতীয়ার্ধে দেশটি মন্দার কবলে পড়ে।

বিশ্ব ব্যাংকের তথ্যমতে, জাপান বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ। কিন্তু সাম্প্রতিকালে এ অবস্থান থেকে সরে যাচ্ছে দেশটি।

আবে জানান, তার গৃহীত ‘আবেনোমিসকস’ জাপানকে পুনরায় ট্রাকে ফিরিয়ে নেবে।

এক নির্বাচনী প্রচারাভিযানে তিনি বলেন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি জাপান আবারও বিশ্ব অর্থনীতির কেন্দ্রে চলে আসবে।

এছাড়া তিনি ধনী-গরিবের ফাঁকার দূর করার জন্য আইন প্রনয়ন করার কথা জানা। নারীদের আরো কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দেন।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।