ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

জিম্মি ৫’শ

পাকিস্তানে সেনা পরিচালিত স্কুলে হামলায় নিহত কমপক্ষে ২৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৪
পাকিস্তানে সেনা পরিচালিত স্কুলে হামলায় নিহত কমপক্ষে ২৬ ছবি : সংগৃহীত

ঢাকা: পাকিস্তানের পেশোয়ারে সামরিক বাহিনী পরিচালিত একটি স্কুলে হামলা করেছে জঙ্গিরা। মঙ্গলবার সকালে ৫-৬ জন অজ্ঞাত বন্দুকধারীরা পেশোয়ারের ওয়ারসাক রোডের ওই স্কুলে ঢুকে পড়ে হামলা চালায়।

এতে শেষ খবর পাওয়া পর্যন্ত ২৬ শিক্ষার্থী নিহত হয়েছে।

আহত হয়েছে অর্ধশতাধিক। নিহতদের মধ্যে ১৭ জন শিশু ও দুইজন শিক্ষক রয়েছেন। স্কুলে অফিসার ও নন-কমিশন্ড সেনাদের সন্তানরা পড়াশোন‍া করে থাকে। এদের বেশিরভাগরেই বয়স ১০-১৮ বছরের মধ্যে।

স্কুলের ভেতর ৫ শতাধিক শিক্ষার্থী-শিক্ষক আটকা পড়েছে।

ডন অনলাইনের তথ্য মতে, এখন পর্যন্ত ২৬ শিক্ষার্থী নিহতের খবর পাওয়া গেছে। স্কুলে চারপাশ বন্ধ করে দিয়ে অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থল থেকে বোমা ও গুলির শব্দ শোনা গেছে। ভিন্ন পথে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।  

এনডিটিভি জানায়, জঙ্গিরা সেনাবাহিনীর পোশাক পড়ে স্কুলের ভেতর প্রবেশ করে। ভেতরে ঢুকেই তারা গুলি করতে শুরু করে।

আহতদের লেডি রিডিং স্কুলে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত সেখানে অর্ধশতাধিক শিক্ষার্থী ভর্তি হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

এক বিবৃতিতে তালেবান হামলার দায় স্বীকার করেছে। সেনা বাহিনীর অভিযানের জবাবে তারা এই হামলা চালিয়েছে বলে দাবি করেছে। তালেবানের মুখপাত্র মুহাম্মদ খোরাসানি বার্তা সংস্থা এএফপি জানায়, তাদের ছয় কর্মী স্কুলে হামলা করেছে। শিক্ষার্থীদের ওপর গুলি বর্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।

সাম্প্রতিককালে উত্তর ওয়াজিরিস্তানে সেনা অভিযানে শত শত তালেবান নিহত হয়। জার্ব-ই-আজ নামের ওই অভিযানে কমপক্ষে ১ হাজার ৬০০ তালেবান নিহত হয়।

পাক কর্তৃপক্ষ জানায়, অভিযানে একপ্রকার কোণঠাসা হয়ে পড়ে তালেবান।

** পাকিস্তানে স্কুলে তালেবান হামলায় ৪ শিক্ষার্থী নিহত

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।