ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

১০০ গ্রামবাসীকে অপহরণ করেছে বোকো হারাম

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৪
১০০ গ্রামবাসীকে অপহরণ করেছে বোকো হারাম

ঢাকা: নাইজেরিয়ায় প্রায় একশ’ গ্রামবাসীকে অপহরণ করেছে জঙ্গি সংগঠন বোকো হারামে। জঙ্গিদের ওই অভিযান থেকে বেঁচে যাওয়া একজনের বরাত দিয়ে বিবিসি জানায়, নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের প্রত্যন্ত গ্রাম গুমসুরিতে জঙ্গিরা ৩৩ জনকে হত্যা করে কমপক্ষে ১০০ জনকে অপহরণ করে নিয়ে গেছে।



তিনি বলেন, বোকো হারামের জঙ্গিরা তরুণ-তরুণী ও শিশুদের অপহরণ করেছে।

তবে রোববার ওই হামলার ঘটনা ঘটলেও বৃহস্পতিবার খবরটি প্রকাশিত হয়েছে। হামলায় বেঁচে যাওয়া গ্রামবাসী গুমসুরি গ্রাম থেকে মাইদুগুরি আসলে খবরটি ছড়িয়ে পড়ে।

এদিকে ক্যামেরুনের সেনাবাহিনী বার্তাসংস্থা এএফপি জানায়, তারা কমপক্ষে ১১৬ নাইজেরিয়ান জঙ্গিকে হত্যা করেছে। এসব জঙ্গিরা তাদের সেনাঘাঁটিতে হামলা করেছিল।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।