ঢাকা: পাকিস্তানে ড্রোন হামলায় ২৫জন সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছেন। এর মধ্যে খাইবার এজেন্সির উত্তর-পশ্চিমাঞ্চলে ২১জন ও উত্তর ওয়াজিরিস্তানের দাতাখেল তেহসিলে নিহত হয়েছেন চারজন।
শনিবার (২০ ডিসেম্বর) বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ খবর নিশ্চিত করেছে।
এখন পর্যন্ত নিহত জঙ্গিদের পরিচয় উদ্ধার করা যায়নি বলে জানা গেছে।
পাকিস্তানের সাতটি আদিবাসী জেলার মধ্যে অন্যতম হচ্ছে ওয়াজিরিস্তান ও খাইবার এজেন্সি। আফগান সীমান্তের নিকটবর্তী এ জেলা দু’টিতে তালেবান ও আল কায়েদাসহ অন্যান্য জঙ্গী সংগঠনগুলোর শক্তিশালী ঘাঁটি বলে অভিযোগ রয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৪