ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে ড্রোন হামলায় ২৫ জঙ্গি নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৪
পাকিস্তানে ড্রোন হামলায় ২৫ জঙ্গি নিহত

ঢাকা: পাকিস্তানে ড্রোন হামলায় ২৫জন সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছেন। এর মধ্যে খাইবার এজেন্সির উত্তর-পশ্চিমাঞ্চলে ২১জন ও উত্তর ওয়াজিরিস্তানের দাতাখেল তেহসিলে নিহত হয়েছেন চারজন।



শনিবার (২০ ডিসেম্বর) বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ খবর নিশ্চিত করেছে।

এখন পর্যন্ত নিহত জঙ্গিদের পরিচয় উদ্ধার করা যায়নি বলে জানা গেছে।

পাকিস্তানের সাতটি আদিবাসী জেলার মধ্যে অন্যতম হচ্ছে ওয়াজিরিস্তান ও খাইবার এজেন্সি। আফগান সীমান্তের নিকটবর্তী এ জেলা দু’টিতে তালেবান ও আল কায়েদাসহ অন্যান্য জঙ্গী সংগঠনগুলোর শক্তিশালী ঘাঁটি বলে অভিযোগ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।