ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বছরে ৫ কোটি ডলার লেনদেন রিয়েল আইআরএ‘র

... | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৪
বছরে ৫ কোটি ডলার লেনদেন রিয়েল আইআরএ‘র ছবি: সংগৃহীত

নাম: রিয়েল আইআরএ
বার্ষিক লেনদেন: ৫ কোটি ডলার
অঞ্চল: উত্তর আয়ারল্যান্ড ও যুক্তরাজ্য
অর্থের উৎস: চোরাচালান ও অবৈধ ব্যবসা, অনুদান ও সহায়তা।
লক্ষ্য ও উদ্দেশ্য: উত্তর আয়ারল্যান্ডকে মুক্ত করে স্বাধীন আইরিশ রাষ্ট্র গঠন

ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র কর্তৃক সন্ত্রাসী ঘোষিত রিয়েল আইআরএ ব্রিটিশ সাম্রাজ্যের বিরোধিতাকারী ওই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী সংগঠন হিসেবে বিবেচিত।

এর বিরুদ্ধে বিবিসি সদরদফতর ও ব্রিটিশ গোয়েন্দা সংস্থার সদরদফতর লক্ষ্য করে হামলার অভিযোগ রয়েছে।

ডাবলিনভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠীটি চোরাচালান, অবৈধ ব্যবসার মাধ্যমে পরিচালিত হয়ে আসছে। এটি আইরিশ-আমেরিকান, আইরিশ-ব্রিটিশ ধনকুবেরদের কাছ থেকেও বিশাল অংকে অনুদান পেয়ে থাকে। এক গোয়েন্দা তথ্যে বলা হয়, কেবল সিগারেট চোরাচালান ও ব্যবসায়েই রিয়েল আইআরএ বছরে কোটি ডলারেরও বেশি আয় করে থাকে। এছাড়া, মুদ্রা জালিয়াতি, অর্থপাচার ও ব্যাংক ডাকাতিও রিয়েল আইআরএ’র আয়ের অন্যতম উৎস।


জানুন দশম ধনাঢ্য সন্ত্রাসী গোষ্ঠীর তথ্য:
বছরে ৫ কোটি ডলার লেনদেন বোকো হারামের




বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।