ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

এয়ার এশিয়ার ব্ল্যাক বক্স উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩১ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
এয়ার এশিয়ার ব্ল্যাক বক্স উদ্ধার ছবি: সংগৃহীত

ঢাকা: দু’সপ্তাহেরও বেশি সময় আগে নিখোঁজ হওয়া এয়ার এশিয়ার যাত্রীবাহী উড়োজাহাজটির ব্ল্যাক বক্স (ফ্লাইট ডাটা রেকর্ডার) উদ্ধার করা হয়েছে।

এয়ার এশিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা টনি ফার্নান্দেস ও উদ্ধারকারী দলের প্রধান ব্যামব্যাং সোয়েলিস্তোকে উদ্ধৃত করে সোমবার (১২ জানুয়ারি) আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ খবর নিশ্চিত করেছে।



ফার্নান্দেস জানান, অনুসন্ধানকারী দলের ডবুরিরা জাভা সাগরের তলদেশ থেকে ব্ল্যাক বক্সটি উদ্ধার করেছেন।

ইন্দোনেশিয়ান উদ্ধারকারী দলের প্রধান সোয়েলিস্তো বলেন, এই শুভ সংবাদের পর আমরা এখন দ্বিতীয় গুরুত্বপূর্ণ ডিভাইস ককপিটের ভয়েস রেকর্ডার খুঁজছি।

১৬২ আরোহী নিয়ে ২৮ ডিসেম্বর ভোরে ‌ইন্দোনেশিয়ার সুরাবায়া থেকে সিঙ্গাপুরের উদ্দেশে উড়াল দেওয়ার ঘণ্টা দেড়েকের মধ্যেই এয়ার এশিয়ার কিউজেড৮০৫১ ফ্লাইটটি নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়, উড়োজাহাজটি জাভা সাগরে বিধ্বস্ত হয়েছে। এরপর আঞ্চলিক ও  আন্তর্জাতিক সহযোগিতায় উড়োজাহাজটি উদ্ধারে তৎপরতা শুরু করে ইন্দোনেশিয়া।
Air_asia_blackbox
এখন পর্যন্ত উড়োজাহাজের প্রায় অর্ধশত আরোহীর লাশ উদ্ধারের দাবি করেছেন উদ্ধারকারী দলের সদস্যরা।

এর আগে, ৭ জানুয়ারি জাভা শহরের কাছে উড়োজাহাজটির টেইলের (পেছনের অংশ) সন্ধান পায় অনুসন্ধানকারী দল।

এরপর রোববার (১১ জানুয়ারি) সোনার স্ক্যানের (সাগরে কোনো কিছু শনাক্ত করার যন্ত্র) মাধ্যমে সমুদ্রপৃষ্ঠে ‘বিধ্বস্ত’ উড়োজাহাজটির মূল কাঠানো শনাক্ত করা হয়।

** এয়ার এশিয়ার প্লেনের মূল কাঠামোর সন্ধান

বাংলাদেশ সময়: ০৯২৭ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।