ঢাকা: ২৬ জানুয়ারি ছিলো ভারতের ৬৬ তম প্রজাতন্ত্র দিবস। প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে কাশ্মীরে কর্মরত ভারতীয় সেনাবাহিনীর কর্নেল মুনিন্দ্র নাথ রায় পেয়েছিলেন বীরত্ব সূচক পদক ‘যুদ্ধ সেবা মেডেল’।
তবে পদকপ্রাপ্তির একদিন পরই কাশ্মিরী বিচ্ছিন্নতাবাদীদের গুলিতে মারা যান তিনি। মঙ্গলবার এ ঘটনা ঘটে জম্মু কাশ্মীরের পুলওয়ামা জেলার মিনদোরায়। একই ঘটনায় নিহত হয় একজন পুলিশ সদস্য এবং দুই বিচ্ছিন্নতাবাদী।
কর্নেল মুনিন্দ্র নাথ রায় ছিলেন ৪৪ রাষ্ট্রীয় রাইফেলের কমান্ডিং অফিসার। সোমবার ভারতের ৬৬ তম প্রজাতন্ত্র দিবসে দেশসেবায় কৃতিত্বের জন্য তিনি পান ‘যুদ্ধ সেবা’ মেডেল। কাশ্মীরে লড়াইরত বিচ্ছিন্নতাবাদী সংগঠন হিজবুল মুজাহিদীন যোদ্ধাদের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন তিনি। নিহত দুই বিদ্রোহী যোদ্ধার নাম আদিল খান ও সিরাজ দার বলে জানা গেছে। তারাও মিনদোরার বাসিন্দা বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।
বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫