পদ্মাসনে ২০০ বছর কাটলো। সেভাবেই মৃত্যু, সেভাবেই মমি হয়ে এখনো বসে এক বৌদ্ধভিক্ষু।
সাইবেরিয়ান টাইমসের রিপোর্টে বলা হয়েছে, গবেষকরা ফরেনসিক পরীক্ষার উদ্যোগ নিয়েছেন তবে প্রাথমিক কিছু পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে জানিয়েছেন এই দেহাবশেষ ২০০ বছরের।
গত ২৭ জানুয়ারি দেশটির সঙ্গিনোখাইরখান প্রদেশে এই দেহাবশেষ আবিস্কৃত হয়। গবাদিপশুর চামড়ায় ঢাকা পরিত্যক্ত অবস্থায় ছিলো তা।
প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে লামা দাশির শিক্ষক দোর্জো ইতিগিলোভের মমি হতে পারে এটি।
দোর্জো ইতিগিলোভ ১৮৫২ সালে জন্মগ্রহণকারী তিব্বতীয় ঐতিহ্যবাহী বৌদ্ধ গোষ্ঠী বুরিয়াত বৌদ্ধ লামাদের একজন।
বাংলাদেশ সময় ২০১৭ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫