ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে তেল সরবরাহ বন্ধের হুমকি শাভেজের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৩ ঘণ্টা, জুলাই ২৬, ২০১০
যুক্তরাষ্ট্রে তেল সরবরাহ বন্ধের হুমকি শাভেজের

কারাকাস: ভেনেজুয়েলার উপর কলম্বিয়ার কোনধরনের সামরিক হামলাকে সমর্থন করলে যুক্তরাষ্ট্রে তেল সরবরাহ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজ। একইসঙ্গে যুক্তরাষ্ট্রকে বিষয়টি থেকে দূরে থাকতে বলে ও সতর্ক করে দেন তিনি।

চলমান সঙ্কট মোকাবেলার জন্য শাভেজ তাঁর পূর্বপরিকল্পিত কিউবা সফর বাতিলেরও ঘোষণা দেন।  

শাভেজ বলেন, “কলম্বিয়া যদি তার সহযোগী যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে আক্রমন চালায়, আমরা যুক্তরাষ্ট্রে তেল সরবরাহ বন্ধ করে দিবো। এজন্য পাথর খেয়ে থাকতে হলে তাতে ও আমরা রাজি আছি। তাসত্বেও আমরা একফোঁটা তেল ও যুক্তরাষ্ট্রে পাঠাবো না। ”

উল্লেখ্য, ভেনেজুয়েলা দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় তেল উৎপাদনকারী ও রপ্তানিকারী দেশ এবং ওপেক এর সদস্য। গত বছর দেশটি যুক্তরাষ্ট্রে ২৭.১২ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের তেল রপ্তানি করে যা ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রে মোট রপ্তানির ৯৬.৫ শতাংশের সমান। ”

সম্প্রতি কলম্বিয়ার প্রেসিডেন্ট অ্যালভারো ইউরাইব অভিযোগ করে বলেন, কলম্বিয়ার দেড় হাজার বিচ্ছিন্নতাবাদী গেরিলা ভেনেজুয়েলায় ঘাঁটি গেড়েছে। তারা ভেনেজুয়েলার ভূখণ্ড ব্যবহার করে কলম্বিয়ায় হামলা চালাচ্ছে।

এ মন্তব্যের প্রতিবাদে হুগো শাভেজ গত বৃহস্পতিবার কলম্বিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বিছিন্ন করেন। এদিকে যুক্তরাষ্ট্র শুক্রবার তার ঘনিষ্ঠ মিত্র কলম্বিয়ার প্রতি বিষয়টি নিয়ে সমর্থন জানায়। কলম্বিয়ার অভিযোগের প্রতিক্রিয়া হিসাবে দেশটির সঙ্গে ভেনেজুয়েলার রাজনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করা ও সীমান্তে সেনাবাহিনীকে উচ্চ সতর্কাবস্থায় রাখাকে “একটি যুক্তিহীন প্রতিক্রিয়া” বলেও মন্তব্য করে যুক্তরাষ্ট্র।

শাভেজ বলেন, প্রাপ্ত গোয়েন্দা তথ্য অনুযায়ী “ভেনেজুয়েলার বিরুদ্ধে কলম্বিয়ার একটি সশস্ত্র আক্রমণের সম্ভাবনা গত ১০০ বছরের মধ্যে সবচেয়ে বেশি। ” কলম্বিয়ার যেকোন আগ্রাসন মোকাবেলার জন্য ভেনেজুয়েলা প্রস্তুত বলে ও মন্তব্য করেন শাভেজ।

কলম্বিয়া ও ভেনেজুয়েলার মধ্যবর্তী ২ হাজার কিলোমিটার সীমান্তে বর্তমানে প্রায় ২০ হাজার সেনা মোতায়েন রয়েছে। ভেনেজুয়েলা তার সীমান্তে অবস্থানরত সেনাদেরকে “সর্বোচ্চ সতর্কাবস্থায়” থাকার নির্দেশ দিয়েছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৪২৪ ঘণ্টা, জুলাই ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।