ঢাকা: ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা ভারী অস্ত্র প্রত্যাহার শুরু করেছে বলে নিশ্চিত করেছেন দেশটির পশ্চিমাপন্থি প্রেসিডেন্ট পেট্রো পোরোশেঙ্কো।
মঙ্গলবার টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানিয়ে তিনি বলেন, বিপুল সংখ্যক ভারী অস্ত্র প্রত্যাহার করে নিয়েছে বিদ্রোহীরা।
এছাড়া ইউক্রেন বাহিনীও নিজেদের ভারী অস্ত্র ও সেনা প্রত্যাহার শুরু করেছে বলে জানান তিনি।
সংকট নিরসনে গত ফেব্রুয়ারিতে জার্মানি ও ফ্রান্সের মধ্যস্থতায় বেলারুশের রাজধানী মিনস্কে একটি যুদ্ধবিরতি প্রস্তাব স্বাক্ষরিত হয়। এই চুক্তির প্রধান শর্ত ছিল
সরকার ও বিদ্রোহী পক্ষের ফ্রন্টলাইন থেকে নিজ নিজ ভারী অস্ত্র ও সেনা প্রত্যাহার করে নেওয়া। এরই অংশ হিসেবে এই প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান পোরোশেঙ্কো।
গত বছর এপ্রিল থেকে শুরু হওয়া দেশটির পূবাঞ্চলীয় এলাকায় সংঘর্ষে এ পর্যন্ত অন্তত ৬ হাজার মানুষ নিহত এবং প্রায় ১০ লাখ মানুষ প্রাণভয়ে বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে গেছে বলে ধারণা করা হয়।
বাংলাদেশ সময়: ১০৩৪ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫