ঢাকা: পশ্চিম আফ্রিকার জঙ্গি সংগঠন বোকো হারামের হাত থেকে নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় শহর বামা পুনরুদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী।
বামা পুনরুদ্ধারের লড়াইয়ে অনেক জঙ্গি নিহত হওয়ার দাবি করে শহরটির ভেতরে এখনো অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে নাইজেরীয় সেনাবাহিনী।
বামার পাশাপাশি ইয়োবে অঞ্চল থেকেও বোকো হারামকে উৎখাত করা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। এই শহরটিতেই ছিল সংগঠনটির শেষ ঘাঁটি।
জাতিসংঘসহ বিভিন্ন মানবাধিকার সংস্থার হিসাব অনুযায়ী, ২০০৯ সাল থেকে এ পর্যন্ত ১৩ হাজারেরও বেশি মানুষ হত্যা করেছে বোকো হারাম। এছাড়া সহিংসতায় ১৫ লাখের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে প্রাণভয়ে পালিয়েছে বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৫