ঢাকা: আরো একটি দখলকৃত নাইজেরীয় শহর হারাল বোকো হারাম। চাদ ও নাইজার বাহিনীর যৌথ অভিযানে নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় শহর দামাসাক থেকে বিতাড়িত হয়েছে বোকো হারাম।
বুধবার (১৮ মার্চ) দামাসাক পুনরুদ্ধারের কথা নিশ্চিত করেছেন নাইজার সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল মাইকেল লেদ্রু।
লড়াইয়ে অন্তত ২২৮ জন বিদ্রোহী নিহত হয়েছে বলে জানান লেদ্রু। সেসঙ্গে একজন নাইজার সেনাসদস্য নিহত হয়েছেন এ লড়াইয়ে।
গত বছরের ২৪ নভেম্বর দামাসাক দখল করে নেয় বোকো হারাম। সেই সঙ্গে গত বছর নাইজেরিয়ার অনেক এলাকাই দখল করে নেয় সংগঠনটি। ছয় বছর ধরে ইসলামিক শাসনতন্ত্র কায়েমের জন্য লড়াই করে যাচ্ছে পশ্চিম আফ্রিকার জঙ্গি সংগঠন বোকো হারাম।
বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৫