ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

নিজেকে পেঙ্গুইন মনে করে যে মুরগি!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৪ ঘণ্টা, জুলাই ৩০, ২০১০
নিজেকে পেঙ্গুইন মনে করে যে মুরগি!

আসুন - পরিচিত হোন মাম্বল এর সঙ্গে। সে চীনের জিয়াংসু অঞ্চলের এক বিভ্রান্ত মুরগি যে নিজেকে পেঙ্গুইন বলে মনে করে!

মাম্বল আর পাঁচটা মুরগির মতো মাটি আঁচরায় না।

রাতের বেলা অন্য মুরগিদের সঙ্গে বাসায় ঘুমায়ও না। ঠিক একটি পেঙ্গুইনের মতোই সে এক পাশ থেকে অন্য পাশে হেলেদুলে হেঁটে বেড়ায়।

চীনের সিইএন বার্তাসংস্থা জানায়, কৃষক লু ঝি বাচ্চা অবস্থায় মুরগিটিকে খুঁজে পান। ঝি বলেন, “ঠিক পেঙ্গুইনের মতোই তার ছোট্ট দুটি পাখা আছে যা সে হাঁটার সময় বাইরের দিকে বার করে রাখে। আমার মনে হয় এজন্যই সে কখনো উড়ে না। ”

মাম্বল নামটি জিয়াংসুর স্থানীয় সংবাদমাধ্যমগুলির দেওয়া। ‘হ্যাপি ফিট’ নামে হলিউড সিনেমার একটি চরিত্রের অনুকরনে এ নাম রাখা হয়েছে। সিনেমাটি একটি পেঙ্গুইনকে নিয়ে যে গান গাইতে পারতো না বলে নাচতো।

লু আরো বলেন, “সিনেমাটা না দেখলেও নামটা আমার পছন্দ হয়েছে - যদিও আমার পাখিটা নাচতে পারেনা। আমার ধারণা সে সাঁতার কাটাতে ও জানেনা। তবে তার খুশি হওয়া উচিত। আমার পরিবারের সবাই তাকে পছন্দ করে। তাই আমরা ঠিক করেছি তাকে রান্না করার বদলে আমরা পুষবো। ”

বাংলাদেশ স্থানীয় সময়: ১০:১৫ ঘণ্টা, জুলাই ৩০, ২০১০


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।