ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় বোকো হারাম স্থাপনায় চাদের বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
নাইজেরিয়ায় বোকো হারাম স্থাপনায় চাদের বিমান হামলা ছবি: সংগৃহীত

ঢাকা: নাইজেরিয়ায় পশ্চিম আফ্রিকার জঙ্গি সংগঠন বোকো হারামের স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা শুরু করেছে চাদের সেনাবাহিনী।

বুধবার (১৭ জুন) দেশটির সেনাবাহিনী এ অভিযান শুরু করে বলে বৃহস্পতিবার (১৮ জুন) জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।



গত সোমবার (১৫ জুন) চাদের রাজধানী এনডজামেনায় পুলিশ সদর দফতরের সামনে জোড়া আত্মঘাতী বোমা হামলায় ৩৩ জন নিহত হয়। ঘটনার কয়েক ঘণ্টা পর বোকো হারাম এ হামলার দায় স্বীকার করে নেয়।

এরই প্রেক্ষিতে প্রতিবেশি রাষ্ট্র নাইজেরিয়ায় সন্ত্রাস বিরোধী অভিযানের অংশ হিসেবে বোকো হারাম স্থাপনায় বিমান হামলা চালায় চাদের সেনারা।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।