ঢাকা: ছিনতাইকারীদের কবলে পড়েছে রাশিয়ার দু’টি ‘ছোট’ উড়োজাহাজ। এর মধ্যে একটি উড়োজাহাজ জরুরি অবতরণ করানো হলেও অপরটি এখনও লাপাত্তা রয়েছে।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইতার-তাসকে উদ্ধৃত করে এ খবর দিচ্ছে চীনা সংবাদ সংস্থা সিনহুয়াসহ আন্তর্জাতিক গণমাধ্যম।
ইতার-তাস জানায়, রোববার (২১ জুন) রাজধানী মস্কোর আড়াই হাজার কিলোমিটার পূর্বে সাইবেরিয়া অঞ্চলের শহর তুয়ুমেনের ইশিম থেকে থেকে ওই উড়োজাহাজ দু’টো ছিনতাই করে কিছু অজ্ঞাতপরিচয় লোক। ইয়াক-৫২ ও জিওয়াই-৮০-১৬০ নামে উড়োজাহাজ দু’টি আধা সামরিক স্পোর্টস ক্লাব দোসাফ-এর।
সংবাদ সংস্থাটি আরও জানায়, ছিনতাইয়ের পর যান্ত্রিক জটিলতার কারণে ইয়াক-৫২ উড়োজাহাজটি ইয়ালুতোরভস্কে জরুরি অবতরণ করানো হয়েছে বলে নিশ্চিত হওয়া গেলেও এখনও সন্ধান নেই জিওয়াই-৮০-১৬০ উড়োজাহাজটির।
ইতার-তাস দাবি করেছে, জিওয়াই-৮০-১৬০ যারা ছিনতাই করেছে তাদের কবলেই রয়েছে ইয়াক-৫২।
বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, জুন ২১, ২০১৫/আপডেট ১৬৫০ ঘণ্টা
এইচএ/