ঢাকা: রাডার ত্রুটি দূর করা হয়েছে নিউজিল্যান্ডে। চলাচলে এখন আর কোনো বাধা না থাকলেও একটানা কয়েক ঘণ্টা ওঠানামা বন্ধ থাকায় শিডিউল জটিলতায় পড়েছে দেশটির বাণিজ্যিক প্লেনগুলো।
মঙ্গলবার (২৩ জুন) ত্রুটি ধরা পড়ার ঘণ্টাখানেক পর তা দূর করা হয় বলে জানিয়েছে নিউজিল্যান্ডের যোগাযোগ মন্ত্রণালয়। এর আগে একইদিন স্থানীয় সময় দুপুর ২টা ৪৮ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৮টা ৪৮ মিনিটে) দেশব্যাপী রাডার নেটওয়ার্কে ত্রুটির কারণে সব ধরনের বাণিজ্যিক প্লেন চলাচল স্থগিত করা হয়।
সেসময় এক বিবৃতিতে দেশটির যোগাযোগ মন্ত্রণালয় জানায়, জাতীয় পর্যায়ে রাডার নেটওয়ার্কে ত্রুটি দেখা দেওয়ায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও এয়ারওয়েজ নিউজিল্যান্ডকে সব ধরনের বাণিজ্যিক চলাচলে স্থগিতাদেশ দেওয়া হয়েছে।
ত্রুটি দূর হওয়ার বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, অভ্যন্তরীন নেটওয়ার্ক ত্রুটির কারণেই এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।
বাংলাদেশ সময়: ১০৪৪ ঘণ্টা, জুন ২৩, ২০১৫
আরএইচ
** নিউজিল্যান্ডে বাণিজ্যিক প্লেন ওঠানামা বন্ধ