ঢাকা: জাপানের চিচি-শিমার ২৪৮ কিলোমিটার পশ্চিম-উত্তর-পশ্চিমে রিখটার স্কেলে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত করেছে।
মঙ্গলবার (২৩ জুন) জাপানের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে মার্কিন জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)।
তারা বলছে, এ ঘটনায় কোনো সুনামি সতর্কতা নেই। পাওয়া যায়নি কোনো ক্ষয়ক্ষতির খবরও।
দেশটির দক্ষিণ টোকিও’র একটি দ্বীপে ভূমিকম্প সবচেয়ে বেশি অনুভূত হয়েছে।
তবে দেশটির আবহাওয়া অধিদফতরের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৯। তারা আরও জানাচ্ছে সমুদ্র পৃষ্ঠের ৪৮০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎপত্তি।
** টোঙ্গায় ৬ মাত্রার ভূমিকম্প
বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, জুন ২৩, ২০১৫
আইএ/