ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মার্স ভাইরাস

সেবা বন্ধ করে দিল দ. কোরিয়ার দুই হাসপাতাল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, জুন ২৪, ২০১৫
সেবা বন্ধ করে দিল দ. কোরিয়ার দুই হাসপাতাল ছবি: সংগৃহীত

ঢাকা: মার্স ভাইরাসের সংক্রামণ ঠেকাতে দক্ষিণ কোরিয়ার দুই হাসপাতাল তাদের সেবা বন্ধ করে দিয়েছে। এদের মধ্যে একটি স্যামসাং মেডিকেল সেন্টার।

সেখানে ৯০ জন রোগী, পর্যটক, মেডিকেল কর্মকর্তা চিকিৎসা নিচ্ছেন।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, হাসপাতালটি এর আগে ১৪-২৪ জুন অধিকাংশ সেবা প্রদান থেকে বিরত থাকে। কিন্তু নতুন নতুন আরো অনেকে ভাইরাস আক্রান্ত হওয়ায় অনির্দিষ্টকালের জন্য সেবা কার্যক্রম বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়।

গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ান স্বাস্থ্য কর্মকর্তারা ভাইরাস ঠেকাতে ব্যর্থ হওয়ায় স্যামসাং হাসপাতালের বিরুদ্ধে বিক্ষোভ করেন।

আরেকটি হাসপাতাল সিউলের কোনকুক ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার বুধবার (২৪ জুন) নতুন করে রোগী ভর্তি ও সার্জারি করা থেকে বিরত থেকেছে। ওই খানেও নতুন কয়েকজন মার্স ভাইরাস আক্রান্ত হয়েছেন।

কোরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দেশটির ১৭৯ মার্স রোগীর মধ্যে মাত্র পাঁচজন হাসপাতালে বাইরে অজ্ঞাত প্রক্রিয়ায় আক্রান্ত হয়েছেন। আর অধিকাংশই হাসপাতালে আক্রান্ত হয়েছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানায়, হাসাপাতালের বাইরে ভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনা প্রমাণ তারা পাননি।

সৌদি আরবের পর আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া। সেখানে এ পর্যন্ত ২৭ জন মারা গেছেন।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, জুন ২৪, ২০১৫
কেএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।