ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নেপালকে এক বিলিয়ন ডলার সহায়তা দেবে ভারত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫০ ঘণ্টা, জুন ২৫, ২০১৫
নেপালকে এক বিলিয়ন ডলার সহায়তা দেবে ভারত ছবি: সংগৃহীত

ঢাকা: ভূমিকম্পে বিধ্বস্ত হিমালয়কন্যা নেপালকে এক বিলিয়ন মার্কিন ডলার (সাত হাজার সাতশ পঁচাত্তর কোটি টাকা) সহায়তা দেবে ভারত।

বৃহস্পতিবার (২৫ জুন) ভারত সরকারের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয় বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।



গত ২৫ এপ্রিল ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে নেপাল। এর ১৭ দিনের মাথায় গত ১২ মে ৭.৪ মাত্রার অপর এক ভূমিকম্পে আবারও কেঁপে ওঠে দেশটি। এছাড়া মূল দুই ভূমিকম্প ছাড়াও নেপালে চার শতাধিক পরাঘাতের খবর পাওয়া গেছে।

দুই প্রাণঘাতি ভূমিকম্পে এ পর্যন্ত সাড়ে আট হাজারেরও বেশি মানুষের প্রাণহানীর খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছে অন্তত ২০ হাজার মানুষ। সেই সঙ্গে আংশিক অথবা পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে কমপক্ষে তিন লাখ বাড়িঘর ও ভবন। গৃহহীন হয়ে পড়েছে পাঁচ লাখেরও বেশি মানুষ।

বাংলাদেশ সময়: ১০৪৭ ঘণ্টা, জুন ২৫, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।