ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন মনোনয়নের দৌড়ে ববি জিন্দাল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, জুন ২৫, ২০১৫
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন মনোনয়নের দৌড়ে ববি জিন্দাল ছবি: সংগৃহীত

ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে প্রার্থিতা ঘোষণা করেছেন লুইসিয়ানার গভর্নর ও রিপাবলিকান নেতা ববি জিন্দাল। বুধবার (২৪ জুন) নিউ অরল্যান্ডে এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।



৪৪ বছর বয়সী ববি জিন্দাল লুইসিয়ানার প্রথম অশ্বেতাঙ্গ গভর্নর। এই ভারতীয়-আমেরিকানের আরেক নাম পিযূষ জিন্দাল। ২০০৮ সালে তিনি গভর্নর হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। রাজনৈতিক বিশ্লেষকদের মত, দিন দিন তার জনপ্রিয়তা বাড়ছে।

প্রার্থিতা ঘোষণার সময় ববি লুইসিয়ানায় তার সময়ের বিভিন্ন উন্নয়ন কাজ ও অগ্রগতির কথা তুলে ধরেন।

তিনি বলেন, বর্তমানে লুইসিয়ানায় যথেষ্ট পরিমাণ কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। এখানের জীবনমানে অগ্রগতি এসেছে। মানুষ এখন আর এই এলাকা ছেড়ে যায় না। উল্টো অন্যান্য প্রান্তের মানুষ এখানে এসে জড়ো হয়।

তবে রিপাবলিকানের পক্ষে প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে হলে ববি জিন্দালকে অনেক রথী-মহারথীকেই পেছনে ফেলতে হবে। এদের মধ্যে, জেব বুশ, গভর্নর স্কট ওয়াকারসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ প্রার্থী রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, জুন ২৫, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।