ঢাকা: চীনের সঙ্গে ইউরোপের দেশ বেলারুশের সংযোগকারী ৮৮৩৪ কিলোমিটার লম্বা রেলপথে চালু হয়েছে মালবাহী ট্রেন সার্ভিস।
বৃহস্পতিবার (২৫ জুন) চীনের বন্দরনগরী ইংকৌ থেকে বেলারুশের উদ্দেশ্যে প্রথম মালবাহী ট্রেন ছেড়ে যায়।
চীনা-রাশিয়া আন্তর্জাতিক মালবাহী রেলওয়ে কন্টেইনার ফরওয়ার্ডিং কোম্পানি লিমিটেডের এক বিবৃতিতে জানানো হয়, বেলারুশের সেন্ট্রোলিটে পৌঁছাতে ৮৮৩৪ কিলোমিটার পাড়ি দেওয়ার পথে ট্রেনটি রাশিয়া হয়ে যাবে। মালবাহী এই ট্রেন সপ্তাহে একবার চলবে। প্রতি যাত্রায় গন্তব্যে পৌঁছাতে এর সময় লাগবে ১০ দিন।
বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, জুন ২৫, ২০১৫
আরএইচ