ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চীন থেকে বেলারুশ, ট্রেন যাবে ৮৮৩৪ কিলোমিটার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, জুন ২৫, ২০১৫
চীন থেকে বেলারুশ, ট্রেন যাবে ৮৮৩৪ কিলোমিটার ছবি : সংগৃহীত

ঢাকা: চীনের সঙ্গে ইউরোপের দেশ বেলারুশের সংযোগকারী ৮৮৩৪ কিলোমিটার লম্বা রেলপথে চালু হয়েছে মালবাহী ট্রেন সার্ভিস।

বৃহস্পতিবার (২৫ জুন) চীনের বন্দরনগরী ইংকৌ থেকে বেলারুশের উদ্দেশ্যে প্রথম মালবাহী ট্রেন ছেড়ে যায়।

স্থানীয় সময় সকাল ৯টায় ৫০ কন্টেইনারের ট্রেনটি ছেড়ে যায়। মস্কো ও ওয়ারস হয়ে চীন থেকে ইউরোপ মহাদেশে এটা তৃতীয় রেল রুট।

চীনা-রাশিয়া আন্তর্জাতিক মালবাহী রেলওয়ে কন্টেইনার ফরওয়ার্ডিং কোম্পানি লিমিটেডের এক বিবৃতিতে জানানো হয়, বেলারুশের সেন্ট্রোলিটে পৌঁছাতে ৮৮৩৪ কিলোমিটার পাড়ি দেওয়ার পথে ট্রেনটি রাশিয়া হয়ে যাবে। মালবাহী এই ট্রেন সপ্তাহে একবার চলবে। প্রতি যাত্রায় গন্তব্যে পৌঁছাতে এর সময় লাগবে ১০ দিন।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, জুন ২৫, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।