ঢাকা: জাপানের একটি দ্রুতগতির ট্রেনে (বুলেট ট্রেন) অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে দুই জন নিহত হয়েছেন। আত্মহত্যার উদ্দেশ্যে এক যাত্রী চলন্ত ট্রেনের ভেতর নিজের গায়ে তেল ছড়িয়ে আগুন ধরিয়ে দিলে ঘটনার সূত্রপাত হয়।
স্থানীয় সময় মঙ্গলবার সকালে ট্রেনটি রাজধানী টোকিও থেকে ওসাকা যাচ্ছিলো। বেলা সাড়ে এগারোটার দিকে ওদওয়ারা নগরী অতিক্রমকালে ট্রেনটিতে প্রথম ধোঁয়া দেখা যায়। ট্রেনটিতে এ সময় ১ হাজার আরোহী ছিলেন। আগুনে ট্রেনের কয়েকটি কামরা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। এ সময় আরোহীদের কেউ ইমার্জেন্সি বাটনে চাপ দেয়ায় থেমে যায় ট্রেনটি।
এ ঘটনায় আত্মহননকারী ওই যুবক ছাড়াও অপর এক নারী আরোহীর মৃত্যু হয়েছে। এ সময় টোকিও-ওসাকা হাইস্পিড ট্রেন লাইন বন্ধ করে দেয়া হয়।
কর্তৃপক্ষ আত্মহননকারী ব্যক্তির আত্মহত্যার কোনো মোটিভ জানাতে পারেননি। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয় জন। বিশ্বের সবচেয়ে ব্যস্ততম জাপানের এই হাইস্পিড রুটে ট্রেনগুলো ঘণ্টায় ৩২০ কিলোমিটার গতিতে চলে। তবে জাপানের হাইস্পিড ট্রেন নেটওয়ার্ক বিশ্বের সবচেয়ে নিরাপদ পরিবহন ব্যবস্থা বলে স্বীকৃত। কার্যক্রম শুরুর পর গত ৫০ বছরে এই প্রথম সেখানে কারও মৃত্যুর ঘটনা ঘটলো।
বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, জুন ৩০, ২০১৫
আরআই