ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার হুমকি ওবামার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১০ ঘণ্টা, জুলাই ১, ২০১৫
পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার হুমকি ওবামার

ঢাকা: ইরানের সঙ্গে ছয় বিশ্বশক্তির চলমান আলোচনায় কোনো অগ্রগতি না হলে পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

মঙ্গলবার (৩০ জুন) হোয়াইট হাউজে সফররত ব্রাজিলের প্রেসিডেন্ট ডিলেমা রৌসেফের সঙ্গে এক যৌথ সংবাদসম্মেলনে তিনি এ হুমকি দেন।



এসময় ওবামা বলেন, তেহরানের উচিত যথাযথ ও শক্তিশালী এই চুক্তির শর্তগুলো মেনে নিয়ে তা সম্পাদন করা।

বর্তমানে চলছে পরমাণু আলোচনার দ্বিতীয় পর্ব। গত গত ২১ এপ্রিল থেকে শুরু হয়েছে এ পর্ব। বেশ কিছু বিষয়ে এখনও সমঝোতা বাকি আছে বলে আলোচনা চলছে। ৩০ জুন এ পর্ব শেষ হওয়ার কথা থাকলেও সময় আরও বাড়ানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০০১১ ঘণ্টা, জুলাই ০১, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।