ঢাকা: সন্ত্রাস-বিরোধী কমান্ডো বাহিনীর অভিযানে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার পাকিস্তান শাখার প্রধান নিহত হয়েছে।
‘চলতি সপ্তাহের শুরুতে’ পাকিস্তানের লাহোরের কাছে এ অভিযান পরিচালিত হয়।
তিনি বলেন, লাহোরে একটি গোয়েন্দা সংস্থার কার্যালয়ে হামলার পরিকল্পনা করছিল আল-কায়েদা জঙ্গিরা। গোপন সূত্রে এ খবর জানতে পেরে অভিযান চালানো হয়। অভিযানের এক পর্যায়ে মুরিদকের বাসিন্দা আবদালি নামে ওই আল-কায়েদা নেতা নিহত হন।
সুজা খানজাদা দাবি করেন, আল কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখার প্রধান মওলানা অসিম উমর ভারতীয় নাগরিক এবং তিনি এখন আফগানিস্তানে লুকিয়ে আছেন। এর আগে, আমেরিকান নাগরিক মাহমুদ ছিলেন আল-কায়েদার উপমহাদেশ শাখার প্রধান। তবে, সম্প্রতি তিনি ড্রোন হামলায় নিহত হয়েছে।
জঙ্গি যে দেশেরই হোক, পাকিস্তান তাদের কোনো ছাড় দেবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি।
বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, জুলাই ০১, ২০১৫
এইচএ/