ঢাকা: অন্য সবার বিচার করতে করতে এবার অভিযোগের কাঠগড়ায় ভারতের উত্তরাঞ্চলীয় হিমাচল প্রদেশের এক বিচারক। নারী সহকর্মীকে যৌন নিগ্রহের অভিযোগ ওঠার পর তাকে শেষ পর্যন্ত বরখাস্ত করা হয়েছে।
হিমাচল প্রদেশের কর্মকর্তাদের বরাত দিয়ে বৃহস্পতিবার (২ জুলাই) স্থানীয় সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।
সংবাদমাধ্যম জানায়, গত ৮ জুন একটি সম্মেলনে যোগ দিতে মানালি হিল টাউনে যান নিগ্রহের শিকার ওই নারী বিচারক। সঙ্গে ছিলেন অভিযুক্ত বিচারকও। দু’জনই রাজ্যের একটি ট্রায়াল কোর্টের বিচারক। মানালিতে গিয়ে ওই নারী সহকর্মীকে জোর করে একটি রিসোর্টে নিয়ে যান অভিযুক্ত বিচারক। সেখানে তাকে যৌন হেনস্থা করেন এবং নানা রকম অশ্লীল কথাবার্তা বলেন।
পরে এ নিয়ে নিগ্রহের শিকার নারী বিচারক প্রধান বিচারপতির কাছে অভিযোগ করলে তত্ক্ষণাত্ অভিযুক্ত বিচারককে বরখাস্ত করা হয়। তবে, এখনও ঘটনার পূর্ণ তদন্ত চলছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।
বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, জুলাই ০২, ২০১৫
এইচএ/