ঢাকা: সহিংসতা নকল থেকে শিশুদের রক্ষা করতে পাকিস্তানের পেশোয়ার শহরে খেলনা অস্ত্র নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। খেলনা অস্ত্রে অভ্যস্ত হয়ে বাস্তব জীবনেও শিশুদের সহিংসতায় জড়িয়ে পড়ার আশঙ্কা থেকে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
পেশোয়ার পুলিশের উপ-কমিশনার রিয়াজ খান মাসুদের বরাত দিয়ে বুধবার (৮ জুলাই) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।
বিশ্বজুড়ে শিশুদের কাছে একে-৪৭ স্বয়ংক্রিয় রাইফেল, বন্দুক ও পিস্তলের মতো করে বানানো খেলনাগুলো অনেক বেশি পছন্দের। পেশোয়ার প্রশাসন মনে করে, এই অস্ত্র দিয়ে খেলতে খেলতে বড় হয়ে বাস্তব জীবনেও অস্ত্রের ব্যবহারে পরোয়া করবে না শিশুরা।
রিয়াজ খান মাসুদ জানান, আগামী ঈদ উল ফিতর উপলক্ষে পেশোয়ারে এ ধরনের খেলনা অস্ত্র বিক্রি ও বহন নিষিদ্ধ করা হয়েছে। এ নিষেধাজ্ঞার আসল উদ্দেশ্য হলো- খেলনা পিস্তল, রাইফেল বা বন্দুকের ওপর শিশুদের আগ্রহকে অনুৎসাহিত করা।
ঈদ উপলক্ষে এ নিষেধাজ্ঞা দেওয়া হলেও পেশোয়ারের সত্তর লাখ জনগণের মতামতের ভিত্তিতে পরে তা বাড়ানো হতে পারে বলেও জানান পুলিশের উপ-কমিশনার।
বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৫
এইচএ/